Header Ads

Header ADS

কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.


কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.

হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন। আশা করি ভালো আছেন। কখনোকি আপনি ভেবে দেখেছেন যে আপনি কত সময় ইন্টারনেটে খরচ করেন প্রতিদিন। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট ঘুরাঘুরি করেন। গুগলে সার্চ করেন। কত ব্লগের কতো লেখা বা টিউটোরিয়াল পড়েন। পড়তে পড়তে আপনার মাথায় হঠাৎ এলো "ইশ! আমারও যদি একটা ওয়েবসাইট থাকতো তাহলে কতইনা ভালো হতো। আমি সেখানে লেখালেখি করতাম।" তো দর্শক আজ আপনার সেই স্বপ্ন পূরণের পালা। আজকে আপনাদের জন্য 
নিয়ে আসলাম সেই টিউটোরিয়াল।"কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial."




 

ধাপ ১ঃওয়েবসাইট তৈরির জন্য একটি প্লাটফর্ম বাছুন। 
তো ওয়েবসাইট বানানোর জন্য অনেক প্লাটফর্ম আছে। এদের মধ্যে কোনো কোনোটা ফ্রি ও কোনো কোনোটা পেইড। উদাহরণস্বরূপঃ ব্লগার হলো ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য বেস্ট। আর পেইডভাবে বানানোর জন্য ওয়ার্ডপ্রেস বা জুমলা বেস্ট। 
তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। তাই জন্য আমরা বেছে নেবো ব্লগার।





   ধাপ ২ঃ ব্লগার দিয়ে ফ্রিতে ওয়েবসাইট বানানোর নিয়মঃ
তো এই ধাপে বলবো যে কিভাবে ফ্রিতে ব্লগার দিয়ে ওয়েবসাইট বানানো যায়। তো ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে নিচের লেখাটিতে ক্লিক করুন।


অথবা আপনারা সরাসরি ব্রাউজারে blogger.com লিখে যেতে পারেন। আপনাদের যা ইচ্ছা। তো ব্লগার
এ যাওয়ার পর আপনাদের নিচের স্ক্রিনশটের মতো দেখাবে।
কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.

তো আপনারা create your blog এ ক্লিক করুন।এভাবে
কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.
তো তারপর নিচের মতো আসবে। এবং একটি অ্যাকাউন্ট বাছতে বলবে। আপনি আপনার মনমতো বাছুন।
কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.
এরপর পাসওয়ার্ড চেতে পারে। দিয়ে দিবেন। জিমেইল এর পাসওয়ার্ড চাবে। আপনাকে দিতে হবে। তবে কোনো ভয় নেই। ব্লগার গুগলেরই একটা প্রতিষ্ঠান। পাসওয়ার্ড মাঝে মাঝে চায়। সবসময় চায় নাা। তো পাসওয়াার্ড 
চাইলে নিচের মতে আসবে
কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.
তো পাসওয়ার্ড দেয়ার পর পরবর্তী বা Next লেখায় ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচের মতো পেইজ আসবে।
কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.
  তো ২ টা বক্স আসবে। 
  • বক্স ১ঃ tittle:এখানে আপনার ওয়েবসাইটের শিরোনাম বা টাইটেলটি দিবেন।
বক্স ২ঃ link: আপনার ওয়েবসাইটের লিংক টি দিবেন। লিংকটি এভাবে দিবেন। (exampleblog.blogspot.com)

লিংক দিতে অনেকসময় ইরোর মেসেজ আশে। যে This Blog Address Is Not Availabe. তার মানে হলো আপনার ওয়েবসাইটের নাম আগেই অন্য কেউ ব্যবহার করেছে। আপনি আর সেটা ব্যবহার করতে পারবেন না।তো এই ক্ষেত্রে আপনাকে অন্য একটি ঠিকানা ব্যবহার করতে হবে। তো আপনারা অন্য একটি ঠিকানা ব্যবহার করুন। 





ধাপ৩ঃ থেম সিলেক্ট করুন
অনেক গুলো থিম আপনি ডিফল্ট হিসেবে পাবেন। আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করুন।আপনি চাইলে আমি যে থিমটা দিয়েছি সেটা সিলেক্ট করতে পারেন। আপনার ইচ্ছা। আমি সাজেস্ট করবো যেহেতু আপনি শুরু করছেন আপনি nortable ব্যবহার করুন।




ধাপ ৪ঃ create blog বোতামে চাপ 
আমি উপরোক্ত যে কাজগুলো করেছি সব কাজগুলো যদি আমার মতো পারফেক্টভাবে করেন তবে আপনার ওয়েবসাইট তৈরির জন্য প্রস্তুত। সব কাজ ঠিকঠাক ভাবে করার পর create blog এ টাচ করুন। আপনার ফ্রি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো পারফেক্টভাবে ব্লগ তৈরি হলে এমন দেখাবে।
কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial.
ওপরের  view blog এ টাচ করে দেখে নিন আপনার ওয়েবসাইটটিকে।



শেষ কথাঃ 
তো উপরোক্ত পদ্ধতিতে আপনি খুুুব easy 
ভাবে ফ্রীতে ওয়েবসাইট বানাতে পারবেন। তো আমাদের আজকের টিউটোরিয়াল 
 
 কিভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়। how to create a free website bangla tutorial. 

এখানেই শেষ হলো। তো টিউটোরিয়ালটি কেমন লাগলো প্লিজ প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি টিউটোরিয়ালটি আপনাদের একটু হলেও উপকারে আসে তবে  আপনার ফেসবুকে বা অন্য ভাবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যাতে তাদের উপকার হয়। তো এই ছিল আজকের মতো। আশা করি ভালো থাকবেন। সুস্থ থাকবেন। এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বেন।খোদা হাফেজ। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.