Header Ads

Header ADS

free fire diamond top up bkash।১০০% সেইফ ভাবে কিনুন Free Fire Diamond


free fire diamond top up bkash

ভূমিকাঃ

হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের ভিতরে অনেকেই আছে যারা Free Fire নামক অনলাইন গেম খেলতে পছন্দ করে। তো এসব গেমে বিভিন্ন অফার আসে বা বিভিন্ন জিনিস কিনতে হয়। আর সেগুলো কিনতে ডায়মন্ড লাগে। তএখন আমাদের প্রয়োজন ডায়মন্ড। Free Fire Main App থেকে ডায়মন্ড কিনতে গেলে ক্রেডিট কার্ড বা পেপাল বা রিডম কোড লাগে। কিন্তু আজ আমি আপনাদের বলবো কিভাবে এসব ছাড়াই আজকে আমরা Free Fire এর ডায়মন্ড কিনবো। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল  free fire diamond top up bkash





কেন bkash এর মাধ্যমে free fire diamond top up করবো?

সরাসরি free fire এর Main App দিয়ে বিকাশের মাধ্যমে diamond top up করা যায় না। সেখানে top up করা যায় Paypal, Google play gift card,বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিন্তু অনেকের কাছে এই ৩ টির একটাও নেই। তাই তারা Free Fire এর কোনো কিছুই কিনতে পারে না বা ইভেন্ট কমপ্লিট করতে পারে না। তাদের জন্য আজকের টিউটোরিয়াল। আমরা বাঙ্গালি।আমরা কেন ওসব দিয়ে কিনবো। আমরা কিনবো বিকাশের মাধ্যমে। কারণ বিকাশ পেমেন্ট করার একটি জনপ্রিয় মাধ্যম। 




কিভাবে free fire diamond bkash এর মাধ্যমে top up করবো।   

তো এখন আসি মূল কথায়। কিভাবে কিভাবে free fire diamond bkash এর মাধ্যমে top up করবো। তো top up করার জন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন। অথবা codashop.com এ যান। তারপর আপনারা একটি পেজ দেখতে পাবেন নিচের মতো। তো এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। তার মধ্যে Free Fire অপশনটিতে click করুন।
তো তারপর আপনাদেরকে একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার প্রথমে আপনার Free Fire Account এর আইডির কোড দিতে হবে। আপনি আপনার Free Fire Game এর প্রোফাইলে এটি পেয়ে যাবেন। তারপর সেখান থেকে কপি করে এনে  এখানে প্রথম ঘরে পেস্ট করবেন। তারপর অ্যামাউন্ট সিলেক্ট করবেন। আপনার পছন্দমতো। এখানে সর্বনিম্ন ২৫ ডায়মন্ড থেকে সর্বোচ্চ ৫৬০০ ডায়মন্ড পর্যন্ত কিনতে পারবেন। তো আপনারা কত ডায়মন্ড কিনবেন সেটা সিলেক্ট করলে নিচে দাম দেখতে পাবেন।
তো সবকিছু সিলেক্ট করার পর একটু নিচে গেলে দেখতে পাবেন Buy Now বলে একটা অপশন আছে।সেখানে একটা ক্লিক করুন।তারপর সম্ভবত নিচের মত আসবেঃ
তো Buy Now তে ক্লিক করার পর আপনার Free Fire আইডির সব ইনফরমেশনগুলো নিচের মত ভেসে উঠবে। আপনারা জাস্ট কন্টিনিউ করে দেবেন। 
তো এবার আপনার পেমেন্ট করার পালা। পেমেন্ট করার জন্য একটি বিকাশ অ্যাকাউন্ট লাগবে। তো ওপরের মতো Continue তে ক্লিক করার পর নিচের মতো আসবে। তারপর সেটা অটোমেটিক অন্য একটা পেজে নিয়ে যাবে। 
তো অন্য পেজে নিয়ে যাবার পড় আপনাকে প্রথমে আপনার নাম্বার দিতে হবে। অবশ্যই কিন্তু বিকাশ নাম্বার দিতে হবে। অন্য নাম্বার দিলে চলবে না। নাম্বার দেয়ার পর Continue তে ক্লিক করতে হবে। 
এর পরের ধাপ হলো আপনি প্রথমে যে বিকাশ নাম্বার দিয়েছিলেন সেটাতে একটা কোড যাবে। সেই কোডটা আপনার ফোনে যেতে ১০ সেকেন্ড লাগবে। যদি আপনি সঠিক নাম্বার দিয়ে থাকেন। তো কোডটা সেখানে বসাবেন।
এবার আপনাকে আপনার বিকাশের পিন দিতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেনো পিন দিবো। ভাই পিন না দিলে আপনার পেমেন্টটা হবে না। আর সারাবিশ্ব যুরে এই ওয়েবসাইটটার প্রচার। এটা আপনার টাকা কেনো চুরি করবে। তো আপনি নির্ভয়ে পিন দিতে পারেন। সমস্যা নেই। তো পিন দিন।
তো সঠিক পিন দিয়ে continue করার পর আপনার কাজ শেষ। আপনার diamond কিনা শেষ। এখন আপনি আপনার Free Fire গেমে ঢুকে দেখুন পেয়ে গেছেন আপনার ডায়মন্ড।




উপসংহারঃ

তো দর্শক এই ছিল আজকের টিউটোরিয়াল free fire diamond top up bkash। তো টিউটোরিয়ালটি কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমি একজন নতুন ব্লগার। আমার পোস্টে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমার চোখে দেখবেন। তো ভালো থাকুন সুস্থ থাকুন। আর পোস্টটা বেশি বেশি করে শেয়ার করুন। খোদা হাফেজ। 



  



 
 

 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.