অনলাইন ইনকাম করতে চাচ্ছেন।জেনে নিন ১৩ টি উপায় অনলাইন ইনকাম এর।। online income
শুরুর পূর্বে
হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন। আশা করি ভালো আছেন।আমাদের ভিতরে অনেকেই আছেন যারা স্টুডেন্ট বা বেকার বা ssc বা hsc পরীক্ষার্থী। আপনি পড়াশুনার পাশাপাশি অনলাইন ইনকাম করার চিন্তাভাবনা করতেছেন।বা আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন।আপনার পড়াশুনার পাশাপাশি কিছু আয় করতে চান। তাহলে পোস্টটি আপনার জন্য।
অনলাইনে ইনকাম কেন করবেনঃ
মনে করেন আপনি ssc বা hsc পরীক্ষার্থী। বা আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। আপনাকে চলার জন্য বাসা থেকে যে খরচ দেয়া হয় তা আপনার জন্য যথেষ্ট নয়। আপনার টাকার ঘাটতি পরে যায়। তাহলে আপনার যদি পড়াশুনার পাশাপাশি আপনার ইনকাম হলে আপনি আপনার খরচ খুব সহজে বহন করতে পারবেন। এতে আপনারই লাভ।
আরও পড়ুনঃকিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট খুলবেন
অনলাইনে ইনকাম করার আগে প্রতারক হতে সাবধান থাকুনঃ
মনে করেন আপনি অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন অনেকে আপনাকে অনেকে অনেক উপায় বলবে। আপনাকে বিভিন্ন কাজ করতে বলবে। আপনাকে বিনিয়োগ করতে বলবে। আপনি কি করবেন? আপনি আপনার সর্বস্বটুকু বিনিয়োগ করবেন। তারপর তারা আপনার টাকা নিয়ে যাবে। এবং পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে। আপনার অনলাইন থেকে আয়ের সব স্বপ্ন ধংস্ব হয়ে যাবে। তো সবসময় প্রতারক হতে সাবধান থাকুন।
অনলাইনে ইনকাম করার সেরা উপায়গুলো কি কি?
এখন আপনারা বুঝতে পারলেন যে অনলাইনে ইনকাম করা কেনো জরুরি। এখন তাহলে জেনে নিন কিভাবে আয় করবেন। তো অনলাইনে আয় করার উপায়ের অভাব নেই। তাদের মধ্য থেকে বিশেষ কিছু উপায় আমি আপনাদের বলছি।
You Tube হচ্ছে একটি ভিডিও শেয়ারিং সাইট। এই সাইটে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে ভিডিও শেয়ার করে টাকা আয় করে। আপনি এখান থেকে আয় করার জন্য প্রথমে আপনি একটা চ্যানেল খুলুন। ভালো মানের ভিডিও আপলোড করুন। ১০০০ subscribers ও 4 হাজার ঘন্টা ভিউ টাইম অর্জন করুন। চ্যানেল মনিটাইজ করান ও আয় করুন। কত সহজ কাজ তাই না। আপনি অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ও এ পদ্ধতিতে করতে পারবেন। আপনি যদি ভালো একজন ইউটিউবার হন তাহলে আপনি প্রতি মাসে ৩০০০০০-৮০০০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। উদাহরণ Total Gaming.
যারা অনলাইনের টুকটাক কাজ জানেন অর্থাৎ graphics design,logo design,business card making ইত্যাদি আরও কাজ জানেন। তাহলে Freelancing আপনার জন্য বেস্ট। এ পেশায় আপনি ৩-৫ ঘন্টা প্রতিদিন ব্যায় করেন তাহলে আপনি মাসে ৩-৪ লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়সে। উদাহরন Freelancer Nasim. তো আপনার যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে জ্ঞান না থাকে তবে আপনি You Yube এ গিয়ে freelancing tutorial bangla লিখে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পাবেন। সেখান থেকে দেখে শুরু করতে পারবেন। আপনি বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে অর্থাৎ অনলানে আয় বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং হল একধরণের পারফরম্যান্স-ভিত্তিক বিপণন যা ব্যবসায় কোনও অনুমোদিত বা তার নিজস্ব বিপণন প্রচেষ্টা দ্বারা আনা প্রতিটি দর্শনার্থী বা গ্রাহকের জন্য এক বা একাধিক অনুমোদিত সংস্থাকে পুরস্কৃত করে। মানে হলো কোনো প্রতিষ্ঠান আপনাকে কিছু পন্য দিলো বিক্রি করার জন্য।আপনি বিক্রি করলেন। এবং ফলস্বরুপ সে কম্পানি আপনাকে প্রতি মাসে বেতন দিল বা আপনি পন্য বিক্রি করলেন যে দামে তার ২০% আপনাকে দিলো।এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা করে আপনি মাসে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। অনলাইনে ইনকাম করার উপায় এর ভিতরে ভালো উপায়।
মনে করেন আপনি কোনো একটা বিষয় ভালো পারেন। আপনি সেটা সম্পর্কে লেখালেখি করে আয় করতে চান। আপনার জন্য রয়েছে কন্টেন্ট লিখে আয় করার উপায়। আপনি যদি খুব ভালো কন্টেন্ট লিখতে পারেন তবে আপনি এর মাধ্যমে মাসে ৮০-৯০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি কন্টেন্ট ২ ভাবে লিখতে পারেন। প্রথমত নিজের ওয়েবসাইটে।দ্বিতীয়ত অন্য কোনো ওয়েবসাইটে বা কম্পানিতে। ইন্টারনেটে এমন কিছু কম্পানি আছে যারা আপনার প্রতি কন্টেন্টে সর্বনিম্ন ৫০-৬০ ডলার দিয়ে থাকে।
ওয়েবসাইট পরীক্ষা করেও আপনি ইনকাম করতে পারবেন। এটার কাজ হলো এমন যে ধরুন আপনাকে একটি ওয়েবসািট দেয়া হলো যেখানে আপনাকে বলা হল যে দেখতে যে এই ওয়েবসাইটের ডিজাইন, টাইটেল, কন্টেন্ট ঠিক আছে কিনা। তো একটা ওয়েবসাইট টেস্ট করতে আপনার ২০-৩০ মিনিট সময় লাগবে।এবং একটা ওয়েবসাইট টেস্ট করার জন্য আপনি ১৫-২০ ডলার অব্দি পাবেন।
আপনি ফেসবুক চালাচ্ছেন। হঠাৎ দেখবেন মাঝে মাঝে কিছু আর্টিকেল এসে পরে। আপনি সেগুলো পড়েন। আপনি সেইরকম ভাবে আর্টিকেল লিখেও ইনকাম করতে পারেন। এরকম আর্টিকেলকে ইন্সট্যান্ট আর্টিকেল বলে। ইন্সট্যান্ট আর্টিকেল লিখে আপনি খুব সহজে মাসে ৩০০-৪০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
ফেসবুক সম্প্রতি তাদের একটা নতুন সিস্টেম চালু করেছে যার নাম "ad break". অর্থাৎ আপনি যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমান মানে ১-২ হাজার ভিউ হয় তবে ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড দিবে। আপনি সেই অ্যাড থেকে টাকা আয় করতে পারবেন। অনলাইনে ইনকাম করার উপায় হিসেবে এটি কিন্তু খুব ভালো
ডাটা মানে তথ্য আর এন্ট্রি মানে প্রদান করা। ডাটা এন্ট্রি মানে তথ্য প্রদান করা। আপনি যদি অনলাইনে ইনকাম মোবাইল দিয়ে করতে চান তাহলে এটি আপনার জন্য। আপনি মোবাইল দিয়েই ডাটা এন্ট্রি এর কাজ করতে পারবেন। বিভিন্ন বড় বড় অনলাইন মার্কেটপ্লেসে এ ধরণের কাজ পেয়ে যাবেন।
আপনি যদি অনলাইন ইনকাম সাইট ২০২০ খুজছেন তবে আমি আপনাকে বলব আপনি সার্ভে সাইটে কাজ করেন।কাজ খুব সহজ এবং প্রতিটি সার্ভের জন্য আপনি ২-৩ বা ১০-২০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। একটা সার্ভে শেষ করতে আপনার ২-৪ মিনিট সময় লাগবে।
PTC মানে পেইড টু ক্লিক। এর মানে আপনি একটা ক্লিক করলেই টাকা পাবেন। পিটিসি সাইটের নিয়ম হলো তারা আপনাকে একটি অ্যাড দিবে আপনি সেই অ্যাডে ক্লিক করে ২০-৩০ সেকেন্ড থাকবেন। এর ফলে তারা আপনাকে পে করবে। কোনোরকম দক্ষতা ছাড়াই এ কাজ করা যাবে।
অনলাইন ইনকাম অ্যাপস এর আজকাল অভাব নেই। প্লেস্টোরে অনলাইন ইনকাম অ্যাপস লিখে সার্চ দিলে অসংখ্য অ্যাপস পাবেন। সেখান থেকে একটি ডাউনলোড করুন ও কাজ শুরু করে দিন। এর কাজগুলো হয় সাধারণত অ্যাপস ডাউনলোড,গেমস খেলা,অ্যাড দেখা ইত্যাদি।
ইন্টারনেটে software develop বা website develop লিখে সার্চ দিলে অনেক কোর্স পাবেন। সেখান থেকে প্রথমে একটি কোর্স করে পরে আপনারা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। আপনি প্রতি সফটওয়্যার বা ওয়েবসাইট ডেভেলপের জন্য ১০০-২০০ ডলার পাবেন।
আপনার হাতে একটি ভালো ফোন আছে আপনি খিব ভালো ছবি তুলতে পারেন বা আপনার কাছে একটা ক্যামেরা আছে আপনি খুব ভালো ছবি তুলেন।তাহলে আপনি সেই ছবিগুলো বিক্রি করে আয় করতে পারবেন। অনলাইনে sutterstock এ আপনার ছবি বিক্রি করে আয় করতে পারবেন।
আপনি চাইলে অনলাইনে business শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। অথবা আপনি কারও Business Partner বা Vertual Assistant হিসেবে কাজ করতে পারেন। অনলাইনে আয় করার ক্ষেত্রে এটি বেস্ট।
শেষ কথাঃ
তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল অনলাইন ইনকাম কিভাবে করা যায়। আশা করি টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি টিউটোরিয়ালটি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন। আর ভালো লাগলে একটা ছোটো কমেন্ট করে যান। ধন্যবাদ।আল্লাহ হাফেজ।















কোন মন্তব্য নেই